ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
করোনা মোকাবেলায় রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স, প্রশাসনিক ভবন ও থানায় নেই সুরক্ষা ব্যবস্থা
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ

করোনা ভয়ঙ্কর আকার ধারন করছে দিনকে দিন। লাশের মিছিলে যোগ হচ্ছে নিত্য নতুন সংখ্যা। কিছুতেই থামছে না মৃতু্যর মিছিল। সবায় যেন করোনার কাছে অসহায়। স্বাস্থ্যবিধি মেনে চলতে বার বার অনুরো করার পরও মানুষ কেন যেন উদাসীন।

সাধারণ মানুষ মাস্ক পড়তেই আগ্রহী নয়। অন্যন্ন স্বাস্থ্যবিধি তো অনেক দুর। রূপগঞ্জের রাস্তাঘাটে অবিরাম টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদেস্যরা। প্রতিনিয়নত ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। কিন্তু কে শুনে কার কথা। ভ্রাম্যমান আদালতের অভিযান চলে গেলেই পূর্বের অবস্থা। যেই সেই। এরই মাঝে রূপগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় ও স্বাস্থ্য কমপ্লেক্সেই নেই সুরক্ষা কোন সামগ্রি বা কোনো ব্যবস্থা।

গোটা দেশেই চলছে মহামারী করোনাভাইরাসের ভয়াবহতা। সারা দেশের মত রূপগঞ্জ উপজেলায়ও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলায় একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহসহ চলছে কোভিট আক্রান্ত রোগী ভর্তি। এ কারণে প্রতিনিয়ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে করোনা রোগীদের অবাধ যাতায়াত। সরকারীভাবে উপজেলার প্রশাসনিক ভবনসহ বিভিন্ন দপ্তরে স্বাস্থ্যবিধি মেনে অফিসে প্রবেশের কথা থাকলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জে এর কোন বালাই নেই।

দেশে প্রথম করোনা ভাইরাসের প্রভাব বিস্তার করার সময় সরকারীভাবে এ সকল ভবনের প্রবেশ মুখে সুরক্ষা ট্যানেল, হাত ধোয়ার জন্য বেসিন, হ্যান্ড ওয়াশসহ হ্যান্ড স্যানিটাইজারে ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বর্তমানে এসব দপ্তর থেকে উধাও হয়ে গেছে এসব সরঞ্জামাদি।

সরেজমিনের ঘুরে দেখা গেছে, রূপগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপগঞ্জ থানায় প্রতিদিন বিভিন্ন কাজে হাজার হাজার লোক সমাগম ঘটে। দেশে প্রথম যখন করোনা ভাইরাসের প্রভাব বিস্তার শুরু হয়। তখন সরকারীভাবে এসব ভবনের প্রবেশ মুখে সুরক্ষা ট্যানেল, হাত ধোয়ার জন্য বেসিন, সাবান, হ্যান্ড স্যানিটাইজারে ব্যবস্থা ছিল।

এমনকি প্রবেশ পথে একজন ব্যক্তি দাঁড়ানো থাকতো জীবানু নাশক স্প্রে দেয়ার জন্য। কিন্তু বর্তমানে এসবের কোন ব্যবস্থাই নেই এসব দপ্তরগুলোতে। থানার গেইটের সামনে বসানো বেসিন ও সুরক্ষা ট্যানেল উঠিয়ে নেয়া হয়েছে। উপজেলা কমপ্লেক্সের ট্যানেলটি থাকলেও সেটা অনেকদিন অকেজো। উপজেলা ভূমি অফিসেও নেই সুরক্ষা সরঞ্জামাদী। এমনকি খোদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নেই জীবানুমুক্ত হবার সুরক্ষা সামগ্রী।

এছাড়া বিভিন্ন তহশিল অফিস, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা ভবন, পুলিশ ফাড়ি, বিদ্যুৎ ও গ্যাস অফিস, ব্যাংক-বীমা, কমিউনিটি ক্লিনিক, বেসরকারি হাসপাতালের কোথাও খুঁজে পাওয়া যায়নি এসব সুরক্ষা সরঞ্জাম।

এদিকে এই সকল দপ্তরগুলোতে প্রতিদিন বিভিন্ন কাজে হাজার হাজার মানুষ এসে ভীড় করেন। শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রতিদিন স্বাস্থ্য সেবা নিতে আসে অন্তত হাজার মানুষ। তাই সেবা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে তাদের।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আমি থানায় যোগদানের পর এসব সরঞ্জামাদি পাইনি। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এই জিনিসগুলো অতি প্রয়োজনীয়। ব্যাপারটা আমার নজরে দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি খুব দ্রুত বেসিন বসানোসহ সব কিছুর ব্যবস্থা করবো।

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সঙ্গে উনার মুঠোফোনে একাধিকবার যোগোযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরজাহান আরা খাতুন বলেন, সুরক্ষা ট্যানেলের জীবানুনাশক স্প্রে মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় সেটা সরকারিভাবে তুলে দেয়া হয়েছে। এজন্য এর ব্যবহার বন্ধ রয়েছে। আপাতত আগত রোগীদের স্বাস্থ্য সচেতন হতে রেকর্ডিং করা সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। আর হাসপাতালে লোকবলের অভাবে মানুষকে জীবানুনাশক হ্যান্ডস্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থাটা কিছুদিন বন্ধ ছিল। তবে আমরা অচিরেই আবার সেগুলো চালু করার ব্যবস্থা করছি।

9 responses to “করোনা মোকাবেলায় রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স, প্রশাসনিক ভবন ও থানায় নেই সুরক্ষা ব্যবস্থা”

  1. Hello there! Do you use Twitter? I’d like to follow you if that would be ok.
    I’m undoubtedly enjoying your blog and look forward to new updates.

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/40432 […]

  3. If you wish for to obtain much from this article then you have
    to apply these methods to your won blog.

  4. Hello Dear, are you actually visiting this web site regularly,
    if so afterward you will absolutely take pleasant experience.

  5. It is perfect time to make some plans for the future and it’s time to be happy.
    I have read this post and if I could I desire to suggest you few interesting things or tips.
    Perhaps you can write next articles referring to
    this article. I want to read even more things about it!

  6. I have learn some excellent stuff here. Certainly value bookmarking for revisiting.
    I wonder how so much effort you put to create this kind of great informative
    site.

  7. I am extremely impressed with your writing skills and also with the layout on your weblog.
    Is this a paid theme or did you customize it yourself? Either way
    keep up the nice quality writing, it is rare
    to see a nice blog like this one nowadays.

  8. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/40432 […]

  9. … [Trackback]

    […] Read More Info here on that Topic: doinikdak.com/news/40432 […]

Leave a Reply

Your email address will not be published.

x