ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
অনুশোচনা- ইয়াহইয়া আহমদ চৌধুরী
ইয়াহইয়া আহমদ চৌধুরী

থাকবোনারে এই দুনিয়ায় থাকবোনা
মন মাধুরি মিশিয়ে ও ভাই ডাকবোনা।
কেউবা দেবে গালিরে ভাই কেউবা দেবে ফুল
দিসনে গালি ক্ষমা করিস ও ভাই আমার ভুল।
আমিও মানুষ তুমিও মানুষ ভুল তো হতে পারে
আটকাবিনা অধমটারে ও ভাই পরপারে।
আজ নহে কাল ডাক আসিবে যেতে পরপারে
কি নিয়ে ভাই হাজির হব মাওলারই দরবারে।

ক্ষমা করিস বন্ধু স্বজন এই মিনতি করি
পূণ্য খাতা শূণ্যরে ভাই ভাঙ্গা আমার তরী।
আসল ভুলে নকল ধরে বিফল গেল সব
দুনিয়া মোহে হারিয়ে পুঁজি অশ্রু ভরা জল।
অবুঝ আমি গাফুর নামে ক্ষমা করে দিও
রাহিম নামে মাওলা তুমি কাছে টেনে নিও।
বান্দাহ তোমার অধম পাপী গোনাহ বেশুমার
তুমি ছাড়া এই অধমের নেই যে উপায় আর।

3 responses to “অনুশোচনা- ইয়াহইয়া আহমদ চৌধুরী”

  1. There is definately a lot to find out about this subject. I like all the points you made https://freehorseracingtv.com/live2/

  2. Good post! We will be linking to this particularly great post on our site. Keep up the great writing https://freehorseracingtv.com/live2/

  3. Some really excellent info, I look forward to the continuation. watch live racing free

Leave a Reply

Your email address will not be published.

x