ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
বেকারত্ব
সাদেকুল ইসলাম

বাবা মায়ের স্বপ্ন অনেক

ছেলে হবে অফিসার

মানুষের মতো মানুষ হয়ে

করবে অন্যের উপকার।

ছেলের মনে অদম্য ইচ্ছা,

করবে পুরন আশা

পড়াশুনা শেষ করেছে কবে, সবি

জলের স্রোতে ভাসা।

অনার্স,মাস্টার্স শেষ করেও

পায়নি চাকুরির খোজ

সার্টিফিকেটের ফাইল হাতে নিয়ে

ঘুরে বেরাচ্ছে রোজ।

দিচ্ছে অনেক পরিক্ষার ভাইভা

টিকছেনা একটাও

আসলে খবর নিলেই দেখি

টাকার কাছে সব ফাও।

চাকরির জন্য ঘুরতে ঘুরতে

বয়স হয়ে যায় শেষ

বেকার বলে কেউ দেয়না মূল্য

থাকেনা কোনো রেশ।

মধ্যবিত্ত পরিবারের যারা

পায়না দিতে টাকা

হয়না কোনো ভালো পজিশন

পকেট রাখলে ফাকা।

x