ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
সাদেকুল ইসলামের কবিতা ‘এসো হে নবীন’
সাদেকুল ইসলাম

হে নবীন তুমি তারুণ্যের উচ্ছাস

এসো এই বসুন্ধরায়

নবাগত শিশু করবে আলিঙ্গন

মিশে থাকবে তোমায়।

তোমার প্রতিটি চরণ তলে

মিশে থাকবে ধূলিকণা

আগামি দিনে জাতির কর্ণধার

তুমিই, বাঁচার প্রেরণা।

এদেশের গগন, মৃত্তিকা করে

তোমার আগমনের প্রতিক্ষা

নিপিড়ীত জনের পক্ষে তুমি

শোষকদের দিবে শিক্ষা।

অবহেলিত, অত্যাচারিত দিনের অবসান

ঘটাবে ধরায় তুমি

ফুটবে নতুন কমল, বৃক্ষলতায়

সাজবে এই জন্মভূমি।

তুমি আসবে বলে হে নবীন

নতুন স্বপ্ন দেখি

মরিচীকা ময় জীবন বদলায়ে

বাঁচাতে মোরা শিখি।

x