ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
করোনাভাইরাস: পটুয়াখালীতে একদিনে শনাক্ত সর্বোচ্চ ১০৬, মৃত ১
পটুয়াখালী প্রতিনিধি: মোঃ সালাউদ্দিন রুবেল।

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১জন। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন।

সিভিল সার্জন আরো জানান যে, জেলায় গত ২৪ ঘন্টায় ১জন করোনা রোগী মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ২৬১টি স্যাম্পল টেস্ট করা হয়েছে। এর মধ্যে ১০৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। বর্তমানে মোট ৯২৩ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৩ জন এবং হোমে রয়েছেন ৮৮০ জন। এ পর্যন্ত ২৫ হাজার ৮৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

x