ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
ভৈরবে ১ হাজার এতিমের মাঝে মাংস বিতরণ
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি 
কিশোরগঞ্জের ভৈরবে ১ হাজার এতিম পরিবারের মাঝে ২ কেজি করে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপরে হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার ও জোবায়দা ওয়াজির এতিমখানা প্রাঙ্গণে মাংস বিতরণ করেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু। এ সময় উপস্থিত ছিেেলেন কাতার চ্যারিটির কান্ট্রি ডাইরেক্টর ডাঃ আমিন হাফিজ ওমর , প্রজেক্ট ইনচার্জ মোঃ জসিম উদ্দিন , ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মোঃ মনির হোসেন, ইনকাম ট্যাক্স কর্মকর্তা সৈয়দউল ইসলাম, হাজি আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারি মাহিন সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, প্রজেক্ট ম্যানেজার ইউছুফ আহমেদ গালিব, হিসাব রক্ষক মুজিবুর রহমান, প্রধান সহকারি শিক্ষক একেএম কামরুজ্জামান খান ও জোবায়দা ওয়াজির এতিমখানার সুপারেন্টেন্ড মাওলানা মনির হোসেন প্রমুখ। আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাংস বিতরণ অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উক্ত প্রতিষ্টানর প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু।
x