ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাহিদ আখতার (জয়পুরহাট) ২০ জুলাই মঙ্গলবারঃ
জয়পুরহাটে পিকআপ ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার দুপুরের  দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের দাদরা জন্তীগ্রাম এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা  হলেন পিকআপের চালক মাহবুব হোসেন (৩৫) ও ভটভটির চালক আহাম্মদ আলী (৫০)। মাহবুবের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার দেউকুড়ি গ্রামে আর  আহাম্মদের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের হাস্তাবসন্তপুর গ্রামে।
 পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা  জানান, ভাঙারি জিনিসপত্র বোঝাই করে ভটভটি নিয়ে আহাম্মদ আলী জয়পুরহাটে যাওয়ার পথে
ভটভটিটি জয়পুরহাট-আক্কেলপুর সড়কের দাদড়া জন্তীগ্রাম এলাকায়  পৌঁছালে একটি পিকআপের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক মাহবুব ও ভটভটির চালক আহাম্মদ আলী গুরুতর আহত হয়।
স্থানীয়রা  তাঁদের উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে নিয়ে পাঠিয়ে দেয়। সেখানকার চিকিৎসকেরা আহাম্মদ আলীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে  পিকআপের চালক  মাহবুব হোসেনও মারা যান।
x