ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ডুমুরিয়া ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ডুৃমুরিয়া ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক সাবেকমন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ (এম পি) মহোদয়  ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃবিশ্বাস আখতার হোসেন মহোদয়ের নির্দেশনা মোতাবেক,

ঈদ পরবর্তীকালে ডুৃমুরিয়া ফাউন্ডেশন এর আয়োজনে টেলিমেডিসিন সেবা ও অক্সিজেন সেবা সফল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবীদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

মত বিনিময় সভায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদানকরেন  ডুমুরিয়া ফাউন্ডেশন’র সভাপতি অধ্যক্ষ আঃ রশিদ মোড়ল, এবং

ডুমুরিয়া ফাউন্ডেশন’র সহ-সভাপতি ও কার্যক্রমের মূখ্য সমন্বয়ক  রবিউল ইসলাম বাবু।

এ সময় স্বেচ্ছাসেবকদের ডুৃমুরিয়া ফাউন্ডেশন এর লোগো সম্মিলিত টি -শার্ট, ক্যাপ এবং মাস্ক উপহার হিসেবে প্রদান করাহয়।

এসময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সহ- সম্পাদক জাহাঙ্গীর আলম (মুকুল),সহ ত্রান ও পূনর্বাসন সম্পাদক এম এম টিপু সুলতান।

স্বেচ্ছাসেবক, এম ফয়সাল আজিজ,এস কে ইউসুফ আলী,গোলাম মোস্তফা,শরিফুল ইসলাম,লিপু ইসলাম,আরিয়ান সুমন,শেখ সোহেল রানা,রাশিদুজ্জামান  লিটন,শামিম আহমেদ টিটু,আকাশ বিশ্বাস,নাঈম হোসেন, রুকাইয়া আক্তার রাণী মনিরা সুলতানা, প্রমুখ শামীম আহমেদ বাপ্পী সাধারণ সম্পাদক এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *