ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
বা‌গেরহা‌ট অ‌ক্সিজেন ব্যাংক উদ্বোধন
বা‌গেরহাট প্রতিনি‌ধি

বা‌গেরহা‌ট সরকারি পি‌সি ক‌লে‌জের প্রাক্তন শিক্ষার্থীদের উ‌দ্যো‌গে করোনা আক্রান্ত রোগী‌দের জন‌্য অ‌ক্সিজেন ব‌্যাং‌কের উ‌দ্বোধন করা হয়ে‌ছে। শুক্রবার সন্ধ্যায় বা‌গেরহা‌টের হজরত খানজাহান আলী (রহ:) মাজার মো‌ড়ে এক‌টি হো‌টে‌লে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে ফিতা কেটে এই অক্সিজেন ব‌্যাং‌কের উ‌দ্বোধন ক‌রেন, বাগেরহাট জেলা বিএমএ‘র সভাপতি ডা. মোশাররফ হোসেন।

বা‌গেরহা‌ট সরকারি পি‌সি ক‌লে‌জের প্রাক্তন শিক্ষার্থী এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপতি বেগ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেখ জিল্লুর রহমান, শেখ মোহাম্মদ রাসেল, তরফদার রবিউল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, এই সংকটময় সময়ে করোনা রোগীদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছে সরকারি পি‌সি ক‌লে‌জের প্রাক্তন শিক্ষার্থীদের এটি একটি মহতি উদ্যোগ।

গরিব ও অসহায় রোগীদের সেবা দিতে প্রাথমিক ভাবে ১০টি সিলিন্ডার নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে সিলিন্ডারের পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানান আয়োজকরা।

x