ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
দুই মাস পর বরিশালে করোনায় কোন মৃত্যু নেই
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে টানা দুই মাস পর মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে এলো।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে কোনো রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

সর্বশেষ ২৬ জুন মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে ছিল। তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে গোটা বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১১৩ জন। আর এ সময়ের মধ্যে ৮৩২ জন সুস্থতা লাভ করেছেন।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়। তবে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে কারো মৃত্যু হয়নি। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৪ জনেই রয়েছে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৯৮ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৮৩২ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৩৯ জন নিয়ে মোট ১৭ হাজার ৮২৬ জন, পটুয়াখালীতে নতুন ১৮ নিয়ে মোট ছয় হাজার ২৮জন, ভোলায় নতুন ৪৫ জনসহ মোট ছয় হাজার ৪৪৯ জন, পিরোজপুরে নতুন ৫ জনসহ মোট পাঁচ হাজার ১৫৩ জন, বরগুনায় নতুন চারসহ মোট তিন হাজার ৭১৫ জন ও ঝালকাঠিতে নতুন দুই নিয়ে মোট চার হাজার ৫২৭ জন রয়েছেন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪১ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৪০৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪১ জনের মধ্যে দুজনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

2 responses to “দুই মাস পর বরিশালে করোনায় কোন মৃত্যু নেই”

  1. You’re so cool! I don’t suppose I’ve truly read something like that before.
    So great to find another person with some unique thoughts on this
    issue. Seriously.. thanks for starting this up. This website is
    one thing that is required on the web, someone with a little
    originality!

  2. Thanks for sharing your thoughts. I truly appreciate your efforts and I will be waiting for your further write ups thank you once again.

Leave a Reply

Your email address will not be published.

x