বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, শনিবার ভোরে যশোর থেকে বনপাড়াগামী সিমেন্ট বোঝাই ট্রাক আকস্মিক বিকল হলে চালক রনি তা মেরামত করতে নীচে নামে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি লং ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ লং ট্রাকটি আটক করেছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।