ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ইউরোপে ভয়াবহ বন্যায় অন্তত ৫৫ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে শুধু জার্মানিতেই মারা গেছেন ৪৯ জন। নিখোঁজ রয়েছে অন্তত ১ হাজার ৩০০ জন। বেলজিয়ামে মারা গেছে ৬ জন। নেদারল্যান্ড ও লুক্সেমবার্গেও বন্যা পরিস্থিতির নাজুক অবস্থা।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এমন ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। বড় নদীগুলোর পানি বেড়ে তীর ছাড়িয়ে লোকালয়ে প্রবেশ করেছে। অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে।

জার্মানিতে বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। এর মধ্যে রাইনল্যান্ড-প্যালাটাইনেট ও নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের বন্যা পরিস্থিতির বেশি অবনতি হয়েছে।

রাইনল্যান্ড-প্যালাটাইনেট রাজ্যের প্রধান কর্মকর্তা মালু দ্রিয়ার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ মন্তব্য করে বলছেন, মানুষ মারা গেছে, নিখোঁজ রয়েছে এবং অনেকে এখন বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। আমাদের সব জরুরি সেবা বিভাগ ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে।

জার্মান আবহাওয়া অধিদপ্তরের আন্দ্রেস ফ্রেডরিচ বলেছেন, গত ১০০ বছরের মধ্যে এতো বেশি বৃষ্টিপাত আমরা দেখিনি। পরিস্থিতি অত্যন্ত নাজুক।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বিভিন্ন সংস্থা কাজে নিয়োজিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x