ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফরিদপুরে ডক্টর যশোদা দেবনাথের নিজস্ব উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফরিদপুরে ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি এর উদ্যোগে হতদরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠান আজ বেলা ১২ টায় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ এর নিজস্ব অর্থায়নে উক্ত সংগঠনের সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ এর নেতৃত্বে করোনা মহামারীতে দরিদ্র অসহায় ৫০০ টি পরিবারের মাঝে খাদ্য ও ৫০ টি পরিবারকে নগদ ৫০০ করে টাকা(সর্বমোট ২৫০০০টাকা) সহায়তা প্রদান করেন।

এসময় ফরিদপুরের   জেলা প্রশাসক অতুল সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা বিশিষ্ট শিল্পপতি খায়ের মিয়া, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী,১৫ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাপস কুমার সাহা, তাপস কুমার দত্ত, সাংবাদিক সঞ্জীব দাস, সুরজিৎ দত্ত, বিধান পোদ্দার, শংকর সাহা , সুরোজিত কুন্ডু,  ননী গোপাল সাহা  সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিটি গরীব অসহায় পরিবারের মাঝে ০৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম লবন প্রদান করেন।মহামারী করোনা মোকাবিলায় এ ধরনের কর্মসূচির চলামান থাকলে স্থানীয় জনমনে সরকারের প্রতি আস্থা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *