বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকান ধরনের সঙ্গে মিল খুঁজে পেয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান (আইসিডিডিআর,বি)। তারা বলছে, এখানে শনাক্ত করোনাভাইরাসের মধ্যে এখন ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকার ধরন।
আইসিডিডিআর,বি তার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ডিসেম্বর মাস থেকে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআরের সঙ্গে করোনাভাইরাসের বিভিন্ন ধরনের ওপর নজরদারি শুরু করে এ আন্তর্জাতিক সংস্থাটি।
১ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৭৫১টি নমুনা পজিটিভ চিহ্নিত হয়। এতে বলা হয়, ৬ জানুয়ারি প্রথম যুক্তরাজ্যের ধরন শনাক্ত হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই ধরনটি বাংলাদেশে বৃদ্ধি পায়। তবে মার্চের তৃতীয় সপ্তাহে দেখা যায় যে অন্যগুলোর চেয়ে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার ধরনটি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে।