ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
মাদারীপুরে লকডাউন শেষ হওয়ায় সচেতন মহলে আতংক !
রকিবুজ্জামান, মাদারীপুর

আজ (১৪ জুলাই) বুধবার সারাদেশে শেষ হচ্ছে টানা ১৪ দিনের কঠোর লকডাউন।

এর মধ্যে দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। এদিকে মাদারীপুর জেলায়ও করোনা রোগী দিন দিন বেড়েই চলেছে। জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে গত ২৪ ঘন্টায় মাদারীপুরে করোনা রোগী সনাক্ত হয়েছে ৮২ জন।এরমধ্যে মাদারীপুর সদরে ৩১, কালকিনিতে ১১, রাজৈরে ৮ এবং শিবচর উপজেলায় ৩২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ৪৮৫ টি নমুনা পরীক্ষার ফল হতে ৮২ জন নতুন সনাক্ত হয়েছে । সনাক্তের এই হার শতকরা ১৬.৯০ ভাগ । এনিয়ে সর্বমোট ২৫১০৫ টি নমুনা পরীক্ষায় জেলায় মোট সনাক্ত গিয়ে দাড়ালো ৩৯৭৪ জনে। তার মধ্যে সদর উপজেলায় মোট ১৭২০ জন , কালকিনিতে মোট ৫৯৮ জন, রাজৈরে মোট ১০৪১ জন ও শিবচরে মোট ৬১৫ জন সনাক্ত হলো। এরমধ্যে মোট সুস্থ হয়েছেন ২৭১১ জন এবং মোট মৃত্যুবরন করেছেন ৪৮ জন করোনা রোগী।জেলায় মোট মৃত্যুর হার শতকরা ১.২০ জন । মাদারীপুরে মোট করোনা রোগী সনাক্তের হার শতকরা ১৫.৮২ জন।
জেলায় বর্তমানে মোট চিকিৎসাধীন রোগী রয়েছেন ১২১৫ জন(হাসপাতাল আইসোলেশনে ৩৫ জন এবং হোম আইসোলেশনে ১১৮০ জন)।

করোনার এই মহামারির মাঝে লকডাউন তুলে নেয়ায় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে লকডাউন থাকলে গরীব অসহায় লোকদের জীবিকা নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে পরে অপরদিকে লকডাউন তুলে নেয়ায় জনসাধারণের করোনা ঝুঁকি আরো বহুগুন বেড়ে গেল।করোনা প্রতিরোধ কমিটির অনেকে বলেন, এমনিতেই জনগণকে যেখানে স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে সরকার তার উপর লকডাউন তুলে নেয়ায় জনগণ করোনার কথা ভুলে অবাধ চলাচল করে দেশকে হুমকির সম্মুখীন করবে। নিজের স্বার্থে,পরিবারের স্বার্থে এবং দেশের স্বার্থে জনগণের উচিত হবে সেচ্ছায় স্বাস্থ্যবিধি মেনে চলা।

 

Leave a Reply

Your email address will not be published.

x