ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
অভিনেত্রী কবরী করোনায় আক্রান্ত ,হাসপাতালে ভর্তি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তী অভিনেত্রী ও পরিচালক কবরী সারোয়ার।

বুধবার সন্ধ্যায় এই অভিনেত্রীর ব্যক্তিগত সহকারি নূর  খবরটি নিশ্চিত করেছেন।

জানা যায়, ৫ এপ্রিল করোনার রিপোর্টে কবরী জানতে পারেন তার করোনা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

কবরীর ব্যক্তিগত সহকারী জানান, আগের চেয়ে কিছুটা ভালো আছেন কবরী। চিকিৎসকের পরামর্শে ২৪ ঘন্টার জন্য অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। সিটি স্ক্যান করা হয়েছে। বৃহস্পতিবার রিপোর্ট পাওয়া যাবে। সামান্য শ্বাসকষ্ট ছাড়া করবীর তেমন কোনো সমস্যা নেই।

সরকারি অনুদান পাওয়া ‘এই তুমি সেই তুমি’ নামে সিনেমা নির্মাণ করছেন কবরী। ক’দিন আগেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে ডাবিং ও সম্পাদনার কাজ চলছে। এতে করবী নিজেও অভিনয় করেছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *