ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
নওগাঁর মান্দায় ডাকাতি, তিন লাখ টাকা লুট
গোলাম রাব্বানী, মান্দা

মঙ্গলবার (১৩ জুলাই) ভোর রাতে নওগাঁ মান্দা থানা থেকে মাত্র পাঁচশ’ গজ দূরে উপজেলার কালিকাপুর বাজারে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাজারের নৈশ প্রহরির হাত পা বেঁধে রেখে একটি মুদিখানার দোকানের ও ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ তিন লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

দোকান মালিক শ্যামল চন্দ্র মন্ডল জানান, সোমবার রাতে দোকান ঘরে তালা দিয়ে বাড়ি যান। ভোর ৪টায় নৈশ প্রহরি তাকে জানান যে, তার দোকানে ডাকাতি হয়েছে। তিনি দোকানে গিয়ে দেখেন তার ক্যাশ বাক্সে রাখা তিন লাখ টাকা খোয়া গেছে। লকডাউনের কারণে তিনি টাকাগুলো ব্যাংকে রাখতে পারেননি বলেও জানান।

নৈশ প্রহরি মুকুল হোসেন জানান, রাত ৩টায় একটি পিকআপ ট্রাক যোগে ৭-৮ জন মুখোশধারি লোক এসে তাকে আটক করে হাত পা বেঁধে মুখে ক্রস টেপ আটকিয়ে ফেলে রাখে। সকালে জানাতে পারেন যে, তারা দোকানে লুটপাট চালায়।

মান্দা থানার ইন্সপেক্টর (তদন্ত) এসআই মেহেদী মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে

নওগাঁর মান্দায় ডাকাতি, তিন লাখ টাকা লুট

x