ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
সেজান জুস কারখানার পঞ্চম ও ষষ্ঠ তলায় আবার উদ্ধার অভিযান শুরু
 রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার হাসেম ফুড লিমিটেডের ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

শনিবার সকাল ৮ থেকে এ অভিযান শুরু হয়। তবে এখন পর্যন্ত কোনো লাশ পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকালে অগ্নিকা-ের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় ২৯ ঘণ্টা পর শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় সব। কারখানার ভেতর থেকে একের পর এক বের করে আনা হয় আগুনে পুড়ে অঙ্গার হওয়া লাশ। সেখানকার বাতাসে ভাসতে থাকে পোড়া লাশের উৎকট গন্ধ। ভবনের কলাপসিবল গেট বন্ধ থাকায় বাড়ে হতাহতের সংখ্যা।

এ ঘটনায় বেশ কিছু শ্রমিক নিখোঁজ রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। অগ্নিকা-ের কারণ অনুসন্ধান এবং দায়ীদের খুঁজে বের করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

2 responses to “সেজান জুস কারখানার পঞ্চম ও ষষ্ঠ তলায় আবার উদ্ধার অভিযান শুরু”

  1. Wonderful goods from you, man. I have understand your stuff previous to and you’re just too great.
    I actually like what you have acquired here, certainly like what you are stating and
    the way in which you say it. You make it enjoyable and you still take care of to keep
    it sensible. I can not wait to read much more from you.
    This is really a tremendous web site.

  2. Wow, this post is good, my sister is analyzing these kinds of things, so I am going to inform her.

Leave a Reply

Your email address will not be published.

x