ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
আলফাডাঙ্গায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
টুটুল বসু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পানিতে ডুবে আপন দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। একসাথে দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের বাসিন্দা হাসান মোল্যার দুই শিশুকন্যা লামিয়া (৮) ও লিজা (৩) শুক্রবার ৯ জুলাই দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নামে।

সাঁতার না জানা ওই দুই শিশু এক পর্যায়ে পুকুরে ডুবে যায়। আধা ঘণ্টা পর শিশু দুইটিকে না পেয়ে খোঁজাখুঁজি করার সময় শিশু দুটিকে পুকুরে ভেসে উঠতে দেখে। সাথে সাথে শিশু দুটিকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডা. শারমিন জাহান টুম্পা জানান, শিশু দুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

x