ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরন সম্পন্ন 
এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

গাছ লাগান,পরিবেশ বাঁচান এ শ্লোগানকে ঘিরে কক্সবাজার সদরে বৃহত্তর ঈদগাঁওর সংবাদকর্মী দের সংগঠন ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ঝাঁকজমক পূর্ণ পরিবেশে বৃক্ষরোপন এবং বিতরন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

৯ই জুলাই বিকেলে ঈদগাহ কেজি স্কুলে এ বৃক্ষ রোপন ও বিতরনকালে অংশ নেন, সংগঠনের সাবেক সভাপতি এম আবু হেনা সাগর ( কক্স বাজার প্রতিদিন / চ্যানেল থ্রী অনলাইন), সহ সাধারন সম্পাদক মোজাম্মেল হক (গনসংযোগ /এটিবি সংবাদ),এনামুল হক (কক্সবাজার ৭১), ইমরান তাওহীদ রানা (জিএসএস নিউজ টিভি / দৈনিক আলোকিত পত্রিকা)।

চার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মেহেরঘোনা রেঞ্জ কর্ম কতা মোহাম্মদ মামুন মিয়ার প্রতি।

উল্লেখ্য,২০১৬ সাল থেকে এ সংগঠনটি নানান কর্মসুচী পালনের মধ্য দিয়ে সক্রিয় রয়েছেন।

x