ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
কুবি লাইব্রেরীর ই- রিসোর্স ব্যবহার করতে পারবেন বিশ্বের যেকোনো জায়গা থেকে 
কুবি প্রতিনিদি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের  জন্য রিমোট এক্সেস নামক  পোর্টালের  উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই)  অনলাইন প্লাটফর্ম জুমে এই উপলক্ষে  আয়োজিত  এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন তিনি।

এই পোর্টালের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা  বিশ্বের যেকোনো জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের  লাইব্রেরীর ই- রিসোর্স গুলোতে এক্সেস ও ডাউনলোড করতে পারেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ডিজিটাল লাইব্রেরির এর মাধ্যমে আইইইই এমার্ল্ড, জেস্টর, এসিএম, উইলে   পাবলিশার্সদের প্রায় ৫৮০০০ ই রিসোর্স এবং রিসার্চ ফর লাইফ

নামক কনসোর্টয়া থেকে প্রায় ১০০০০০ ই রিসোর্সের সাবস্ক্রিপশান পাচ্ছে।  যা এই রিমোট এক্সেস পোর্টালের মাধ্যমে  ব্যবহার করা যাবে।

 

x