ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
ই-অরেঞ্জের বিরুদ্ধে কুমিল্লায় ৪ কোটি টাকার মামলা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুমিল্লায় গ্রাহকের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযাগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক, উপদেষ্টাসহ প্রতিষ্ঠানটির সব মালিককে আসামি করে কুমিল্লার আদালতে একটি মামলা করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) বেলা ১১টায় কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের ১ নং আমলি আদালতে সাইফুল খান নামের একজন কুমিল্লার ৩৯ জন গ্রাহকের পক্ষে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ এফ মজুমদার নোমান।

মামলার বাদী সাইফুল খান বলেন, নানা সময়ে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময় পার হলে তারা পণ্য দিচ্ছে না। টাকা আটকে রেখে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমি আমার আত্মীয়স্বজনসহ সার্কেল থেকে টাকা সংগ্রহ করে ই-অরেঞ্জকে দিই। সঠিক সময়ে পণ্য তাদের দিতে না পেরে আমিও চাপের মুখে পড়েছি।

তিনি আরও বলেন, আসামিরা সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন। তাই বাধ্য হয়ে আমার সার্কেলসহ ৩৯ জন গ্রাহকের পক্ষ হয়ে মামলাটি করেছি। আমরা এখন পর্যন্ত ই-অরেঞ্জকে ৩ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৩১১ টাকা দিয়েছি। আমাদের কষ্টার্জিত শেষ সম্বলটুকু ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। তাদের কঠোর শাস্তি কামনা করছি, যেন ভবিষ্যতে কেউ ই-কমার্সের আড়ালে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করতে না পারে।

অ্যাডভোকেট এ এফ মজুমদার নোমান জানান, প্রতারণার মামলাটি আদালত আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ১১ নভেম্বরের মধ্য তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

6 responses to “ই-অরেঞ্জের বিরুদ্ধে কুমিল্লায় ৪ কোটি টাকার মামলা”

  1. Highly energetic post, I enjoyed that bit. Will there be a part 2?

  2. Why visitors still use to read news papers when in this
    technological globe the whole thing is available on net?

  3. My brother suggested I may like this blog. He was once totally
    right. This publish truly made my day. You cann’t consider simply how so much time I
    had spent for this information! Thank you!

  4. Just wish to say your article is as astounding.
    The clarity in your post is simply spectacular and i could assume you are an expert on this subject.
    Fine with your permission let me to grab your RSS feed
    to keep up to date with forthcoming post. Thanks a million and please carry on the rewarding work.

  5. For the reason that the admin of this site is working,
    no doubt very rapidly it will be famous, due to its feature contents.

  6. After I initially left a comment I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox
    and from now on each time a comment is added I recieve 4 emails with the
    same comment. Is there a way you can remove me from
    that service? Thanks a lot!

Leave a Reply

Your email address will not be published.