ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
কুমিল্লায় একদিনে করোনায় ৪ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.৩%। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ২৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে ৫ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৩ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩১ হাজার ৬৩৬ হয়েছে।

x