কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ সময় ২০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০.৭%। মৃতদের ৫ জনই নারী।
সোমবার (২৩ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে ২৮ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।
বাকিদের মধ্যে আদর্শ সদরের ৪, সদর দক্ষিণের ২, বুড়িচংয়ের ১৭, মনোহরগঞ্জ ৪, চৌদ্দগ্রামের ১৩, দাউদকান্দির ১৪, বরুড়ার ৪, দেবিদ্বারের ১, তিতাসের ৫, মেঘনার ৩, মুরাদনগরের ১, লালমাইয়ের ৬, হোমনার ২৭, নাঙ্গলকোটের ৪৬ ও ব্রাক্ষণপাড়া উপজেলার ৪ জন।
এদিকে করোনায় যারা মারা গেছেন তাদের মধ্যে চৌদ্দগ্রামের ২ জন ও বরুড়া, মনোহরগঞ্জ, দাউদকান্দির ১ জন করে রয়েছেন।
I read this article completely regarding the difference of hottest and preceding technologies,
it’s awesome article.
I all the time emailed this web site post page to all my
contacts, as if like to read it after that my contacts will
too.