এম আবু হেনা সাগর, ঈদগাঁও: কক্সবাজার সদরের জালালাবাদের কৃতি নারী মোশফেকা জান্নাত ফিদেল কাস্ত্রো এ্যাডওয়ার্ডে মনোনীত হলেন।
তিনি বৃহত্তর ঈদগাঁওর সুপরিচিত আলেমেদ্বীন হাফেজ এমদাদ উল্লাহের কনিষ্ট কন্যা ও বর্তমান অষ্ট্রেলিয়ার সিডনীতে অবস্থানরত ডা: হারুনর রশিদের বোন। রত্নাগর্ভা মরহুমা সায়েরা খাতুন মেমোরিয়াল ট্রাস্টের সদস্য মোশফেকা।
তিনি চকরিয়া দিগরপানখালী মহিলা মাদ্রাসার সুপার হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। এ মাদ্রাসাটি উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে সুনাম ধরে রেখেছেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অব দানের জন্য ফিদেল কাস্ত্রো শাইনিং পার্সোনালিটি এ্যাডওয়ার্ড ২০২১ ভূষিত হলেন। এই সফলতায় জন্য তাকে অভিবাদন জানান ট্রাস্টের সকল সদস্যরা। এ সংক্রান্ত বিষয়ে তার কাছে চিটিও প্রেরন করা হয়েছে।