নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া ইউপি সদস্য বজলুর রহমান বজলুরের শ্যালক সামসুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বৃহস্পতিবার উপজেলার চনপাড়া পূনর্বাসন কেন্দ্রে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার। গত এক সপ্তাহে ধরে ইউপি সদস্য বজলু, জয়নাল আবেদীন ও সিটি শাহীন , রাজাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চনপাড়ায় রনক্ষেত্রে পরিণত হয়েছে। এ রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় দেড় শতাধিক আহতের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ইউপি সদস্য বজলুর রহমান বজলুর শ্যালক সামসুকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেন।
… [Trackback]
[…] Read More to that Topic: doinikdak.com/news/33959 […]
… [Trackback]
[…] Read More on to that Topic: doinikdak.com/news/33959 […]