ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
ভৈরবে কিশোরের দ্বগ্ধ লাশ উদ্ধার, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে সন্ধা ৭টার দিকে নিখোঁজের একদিন পর বাড়ীর পাশের একটি নির্জন স্থান থেকে মোবিন (১৭) নামের   কিশোরের লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। পরিবারের দাবী পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।  খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।  সে কালিপুর দক্ষিনপাড়া এলাকার আনোয়ার মিয়ার ছেলে। অপর দিকে লাশের শরীরের বিভিন্ন স্থানে পোড়া ক্ষত দেখে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানায়, সিগারেটের এজেন্টের দোকানের কর্মচারী মোবিন মিয়া গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় দোকান থেকে কাজ শেষে কালিপুরের নিজেদের ভাড়া বাসায় আসে। কিছুক্ষন পর সে বাড়ী থেকে বেড় হয়ে যাওয়ার পর থেকে তার  আর কোন খোঁজ পাত্তয়া যাচ্ছিলনা। আত্বীয় স্বজনের বাসায় খোজ করে তার কোন সন্ধান না পাত্তয়ায় বিকেলে বিষয়টি পুলিশকে অবগত করে পরির্বা। আজ বুধবার সন্ধা ৭টার দিকে বাড়ীর মালিক বাছির মিয়া জমে থাকা গাছের পাতা পরিস্কার করতে গিয়ে দুইটি ঘরের মাঝখানে লাশ পরে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। উদ্ধারের পর লাশটি মোবিনের বলে সনাক্ত করে তার পরিবারের সদস্যরা। এটা হত্যা নাকি বৈদ্যুৎপিষ্ট  মৃত্যু ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ভৈরব থানার পরিদর্শক (তদন্ত )মাহফুজ হাসান সিদ্দিকী।

2 responses to “ভৈরবে কিশোরের দ্বগ্ধ লাশ উদ্ধার, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা”

  1. 뉴토끼 says:

    … [Trackback]

    […] Here you can find 78757 more Info to that Topic: doinikdak.com/news/33729 […]

  2. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/33729 […]

Leave a Reply

Your email address will not be published.

x