ঢাকা, সোমবার ০৬ মে ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন
লকডাউনে ঈদগাঁওর নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে
Reporter Name

স্টাফ রিপোটার, ঈদগাঁও : লকডাউনে কক্সবাজার সদরের ঈদগাঁওর নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের লোকজন চরমভাবে বিপাকে পড়েছেন। এসব দেখার যেন কেউ নেই।

৫ই এপ্রিল দেশব্যাপী লকডাউনের অংশ হিসেবে বৃহত্তর ঈদগাঁওতে সাধারন মানুষ কোন রকম দিন পার করছেন। সপ্তাহ ধরে লকডাউন ঘোষনা করায় দিশেহারা হয়ে পড়েন নিম্নআয়ের সাধারণ মানুষ। এ যেন তাদের উপর মরার ঘা। নিন্ম আয়ের লোক জনরা হতাশ কন্ঠে জানান, করোনা সংক্রমন বৃদ্বির কারনে দেশে লকডাউন ঘোষনা দিয়েছে সরকার। তাতে ধন্যবাদ জানান। পরবর্তী কোন আয় রোজ গার না থাকলে একটি পরিবার কিভাবে বাঁচবে সে দিকেও সুদৃষ্টি রাখা দরকার।

ঈদগাঁও স্টেশনে রিকসা চালক আবু বক্করের সাথে কথা হলে জানান, পরিবারের ছয়জনের ভরন পোষণ তার উপর। যদি একদিন বসে থাকি, তাহলে বাড়ীর সবাইকে উপোস থাকতে হবে। নেই কোন ব্যাংক ব্যালেন্স। দৈনিক আয়ের উপর নির্ভরশীল এ পরিবার পরিজন।

অন্যান্য যানবাহন চালকদের মতে, সামনে আসছে রমজান। আয় রোজগারের জায়গা না থাকায় খুব কষ্ট হচ্ছে পরিবারের ঘানি টানতে। করোনা সচেতন মূলক প্রচারণার পাশাপাশি লকডাউন শীতিল করা হোক। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও মনিটরিং করার দাবী।

উল্লেখ্য যে, ঈদগাঁও বাজারে অধিকাংশ ব্যবসায়ীক দোকানপাঠ লকডাউনে বন্ধ থাকলেও কিছু কিছু কাপড়ের দোকান খুলে ব্যবসা বানিজ্য করে যাচ্ছে।এছাড়া অনেক ব্যবসায়ীরা নিজ ব্যবসা প্রতিষ্টানের সামনে অযথা দাড়িয়ে থাকেন কোন কারন ছাড়াই।

Leave a Reply

Your email address will not be published.

x