ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:২১ অপরাহ্ন
মাদারীপুরে মাইটিভি’র প্রতিষ্ঠাতা মরহুমা ওমেদা বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
রকিবুজ্জামান, মাদারীপুর জেলা

জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল মাইটিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মাইটিভি’র প্রতিষ্ঠাতা মরহুমা ওমেদা বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।মাইটিভি’র মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান সরদারের পক্ষ থেকে মাদারীপুরে সনামধন্য সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার মিলনায়তনে গতকাল বাদ মাগরিব এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।

মাইটিভির মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান সরদারের সভাপতিত্বে উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি ও বিটিভির মাদারীপুর প্রতিনিধি মাহবুবর রহমান বাদল,মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, সংগঠনটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, মোহনা টিভির প্রতিনিধি আরিফুর রহমান মোল্লা, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাংগঠনিক সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মহিবুল আহসান লিমন,মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি রিপনচন্দ্র মল্লিক,জয়যাত্রা টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম নয়ন,সংগঠনের সিনিয়র কার্যকরী সদস্য ও প্রথমআলো প্রতিনিধি অজয় কুণ্ডু, সদস্য শাহাদাত হোসেন জুয়েল, প্রিন্স মাহমুদ সবুজ, সাকিব হাসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময়ে মাইটিভি’র প্রতিষ্ঠাতা মরহুমা ওমেদা বেগম এর ১৪’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য মাইটিভির মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সরদার সকলকে ধন্যবাদ জানান।

x