ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
সমগ্র শরীয়তপুর জেলাকে নিয়ে উত্তরণ ক্লাব ব্লাড ব্যাংকের যাত্রা
মোঃ রুহুল আমিন, শরীয়তপুর

শরীয়তপুর জেলার সকলের পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন শরীয়তপুর উত্তরণ ক্লাব।শতাধিক স্বেচ্ছাসেবী  তরুণ্যের সমন্বয়ে প্রতিনিয়ত চলছে অসহায় মানুষকে সহযোগীতা,সমাজে শান্তি তৈরীতে সতর্কতা তৈরীর কাজ এবং পরিষ্কার নগরী গড়তে সবাইকে এগিয়ে আশার আহবান।এই সংগঠনটি ২০১৫ সালে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করেন সমগ্র শরীয়তপুরে।বর্তমানে উত্তরণ ক্লাব রক্তযোদ্ধা স্বেচ্ছাসেবীদের নিয়ে উত্তরণ ক্লাব ব্লাড ব্যাংকের মত একটি জনকল্যাণমুখী কার্যক্রম শুরু করেছে।অনলাইন ও অফলাইনে মিলবে রোগীর জন্য রক্তের যোগান।এমতাবস্থায় শরীয়তপুর উত্তরণ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক রাজ্জাক উদ্দিন রুবেল জানায়

সমগ্র জেলায় মানবিক কাজে তরুণদের এগিয়ে আসার এবং সকলের মধ্যে স্বেচ্ছায় সমাজের উন্নয়ন নিয়ে কাজ করতে উত্তরণ ক্লাব ২০১৫ সালে যাত্রা শুরু করছেন।বিভিন্ন সময় জেলার বিভিন্ন উপজেলায় সহযোগীতা করে নানান ইতিবাচক দিক ফুটিয়ে তুলেছে।বর্তমানে উত্তরণ ক্লাব সমাজের সকল শ্রেণীর মানুষ এবং তরুণ প্রজন্মের কাছে ভালবাসার একটি জায়গা হিসেবে তৈরী হয়েছে।আর সেই ভালবাসাকে পুজি করে কয়েক ডজন মহৎ মানুষ”রক্তযোদ্ধা”নিয়ে উত্তরণ ক্লাব ব্লাড ব্যাংক যাত্রা শুরু করেছে।শরীয়তপুরের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছে শরীয়তপুর উত্তরণ ক্লাবের

সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

তাই শরীয়তপুর উওরন ক্লাবের একটাই স্লোগান।

x