ঢাকা, শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু
নিকেশ বৈদ্য (জগন্নাথপুর) সুনামগঞ্জ

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়ে নির্মলা রাণী গোপ নামের ৭০ বছর বয়সের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর পৌর শহরের যাত্রাপাশা গ্রামের মৃত সুশীল চন্দ্র গোপের স্ত্রী।

সাবেক পৌর কাউন্সিলর দিপক গোপ সহ স্থানীয়রা জানান, বৃদ্ধা নির্মলা রাণী গোপ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন। এক পর্যায়ে তিনি করোনা রোগী হিসেবে সনাক্ত হন। অবশেষে হোম আইসোলেশনে থাকা অবস্থায় ৬ জুলাই মঙ্গলবার সকাল ৭ টার দিকে মৃত্যু হয়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

x