ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
কটিয়াদীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৪৭ হাজার ২০০ টাকা জরিমানা
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর নির্দেশনায় কটিয়াদী উপজেলার বাসস্ট্যান্ড ও পৌর এলাকার বিভিন্ন স্হানে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আরোপিত বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিতকরণে কঠোর লকডাউনের আজ সকালে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল ও সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনা কালে বিধি-নিষেধ সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্য করায় কটিয়াদী পৌর এলাকা,বেতাল বাজার এবং মসূয়া বাজারে বিভিন্নজনকে মোট ১৬ টি মামলায় ৪৭ হাজার ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেসময় সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রমে ক্যাপ্টেন রিমানের তত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।

x