হবিগঞ্জের লাখাই উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত শাটডাউন পালনে সেনাবাহিনী, পুলিশ বাহিনী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায়
৪ জুলাই রবিবার বুল্লাবাজার, কালাউক বাজার, বামৈ বাজার, করাব বাজার ও মোড়াকরি বাজারে দুই টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট দুই টি পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার,আসাদুল হক।
এসময় সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় নয়টি মামলায় নয়টি দোকানকে ১০০০০ টাকা জরিমানা করা হয়।
এসময়ে সকলকে মাস্ক পরতে উদ্ধুদ্ধ করা হয়েছে দএবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়।


… [Trackback]
[…] Read More here to that Topic: doinikdak.com/news/32482 […]