এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সাবেক মুক্তিযুদ্ধো কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,সাংবাদিক মোঃ রাশিদুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম,জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রান মুমিন মুসলমান নামাজের জানাজায় অংশ নেন।
শ্রীপুরে এই দুই বীর মুক্তিযুদ্ধোর মৃত্যুতে মাগুরা -০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ ও মাগুরা রিপোর্টাস ইউনিটি গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।