মাগুরার শ্রীপুর উপজেলার কুপড়িয়া গ্রামে গভীর রাতে লিটন স্টোর নামের একটি দোকান পুড়ে গেছে। বৃহঃস্পতিবার (৭-জুলাই) রাত ১ টার সময় এ আগুন লাগে। এতে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। দোকানের মালিক শরিফুল ইসলাম আকুল জানান, অন্যদিনের মতো রাতে দোকান বন্ধ দোকানের পাশেই তার নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দোকানের ভিতর থেকে বিকট শব্দ শুনে এসে দেখেন তার দোকানের ভিতর আগুন জ্বলছে। দোকানে থাকা ২ টি ফ্রিজ, কীটনাশক, সার ও মুদি দোকানের অন্যান্য দ্রব্যাদি পুড়ছে। তার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
ক্ষতিগ্রস্ত আকুলের ধারনা বাহির থেকে নলের মাধ্যমে পেট্রোল দিয়ে কেউ আগুন লাগিয়েছে। এতে দোকানে থাকা নগদ অর্থ ও মালামালসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার অমল কৃষ্ণ বসু জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/34595 […]
… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/34595 […]
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/34595 […]
… [Trackback]
[…] There you will find 48990 additional Information on that Topic: doinikdak.com/news/34595 […]