করোনা সংক্রমন ও মৃত্যু হার রোধে সরকার ঘোষিত ৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউনের তৃতীয় দিন সফল করতে নাটোরে মাঠে রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে সেনা,বিজিবি,র্যাব ও পুলিশ সদস্যদের টহল। শুধু জেলা শহরেই নয় প্রতিটি উপজেলা পর্যায়েও তাদের টহল দিতে দেখা গেছে। জেলার প্রতিটি প্রবেশ মুখ চেকপোষ্টের মাধ্যমে রাস্তায় বের হওয়া মানুষ সহ গাড়ি তল্লাশী করা হচ্ছে।
রিক্সা , অটোরিক্সাও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য সকল প্রকার যান-বাহন বন্ধ থাকতে দেখা গেছে।এগুলো তদারকি করতে মাঠে রয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। সরকারী নির্দেশনা অমান্যকারীদের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করতে মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এদিকে হাসপাতাল সুত্র জানায়, নাটোর সদর হাসপাতালের ৫০ বেডের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৮২জন। তবে নমুনা পরীক্ষা ও সংক্রমনের কোন খবর পাওয়া যায়নি।


Leave a Reply