ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
লকডাউনে রূপগঞ্জে কর্মহীন অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ
রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠোর লকডাউনে সব কিছু বন্ধ রয়েছে। দিনমজুররা কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাবার নেই। মানুষ অসহায়। উপজেলার চনপাড়ায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে খাদ্য প্রাপ্তরা খাদ্যের জন্য হটলাইনে ফোন করে খাদ্যের দাবি করে।

শনিবার ৩ জুলাই সকালে রূপগঞ্জ উপজেলা প্রশাসন এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর (প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান সহ আরো অনেকে।

x