নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠোর লকডাউনে সব কিছু বন্ধ রয়েছে। দিনমজুররা কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাবার নেই। মানুষ অসহায়। উপজেলার চনপাড়ায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে খাদ্য প্রাপ্তরা খাদ্যের জন্য হটলাইনে ফোন করে খাদ্যের দাবি করে।
শনিবার ৩ জুলাই সকালে রূপগঞ্জ উপজেলা প্রশাসন এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর (প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান সহ আরো অনেকে।