ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
তথ্য অফিসের উদ্যোগে দশমিনায় জন সচেতনতামূলক মাইকিং
সঞ্জয় ব্যানার্জী দশমিনা (পটুয়াখালী)

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলা তথ্য অফিসের উদ্যোগে পটুয়াখালীর দশমিনায় জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে। শনিবার  বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে এ মাইকিং করা হয়। মাইকিং এ সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ এ প্রয়োজন বিহীন ঘরের বাহিরে না যেতে নিষেধ করা হয়েছে।

নির্দেশনা অমান্যকারীকে আইনের আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও মাইকিং বলা হয়েছে। পটুয়াখালী জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা অনিমেশ হালদার বলেন,  ১-৭ জুলাই পর্যন্ত সরকারের নির্দেশনা মেনে সকলকে চলা-চলের জন্য অনুরোধ করেন।

x