ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
প্রথম দিনেই শরীয়তপুরে কঠোর লকডাউন মাঠে রয়েছে প্রসাশন
মোঃ রুহুল আমিন , শরীয়তপুর

শরীয়তপুরে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন পালিত হচ্ছে। লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহরে প্রবেশ মুখে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। এদিকে লকডাউন বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

কিছু নিত্যপণ্যের ও ওষুধের দোকান জরুরি সেবা ছাড়া সব ধরনের দোকানপাট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাস্ক পরিধানে জনসাধরণকে বাধ্য করছে প্রশাসন। বিনা কারণে ঘরের বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

 

x