ঢাকা, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
নওগাঁয় প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে চলছে লকডাউন
এম,এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি

লকডাউনের প্রথম দিনে আজ বৃহস্পতিবার নওগাঁর মান্দায় প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে লকডাউন চলছে।
বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকেই উপজেলার সর্বত্র মার্কেট, শপিংমল, দোকানপাট বন্ধ রয়েছে।

বিভিন্ন সড়কে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে ভ্রাম্যমাণ আদালত স্থাপন করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। এ ছাড়া বিনা কারণে কাউকে রাস্তায় দেখা যাচ্ছে না। পুরো উপজেলায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে পণ্যবাহী ট্রাক চলাচল করছে।

x