খুলনার পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এ কারনে লস্কর ইউপি চেয়ারম্যান জনস্বার্থে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে “লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক”-এর উদ্বোধন করেছেন। বুধবার দুপুরে নিজ বাস ভবনে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা স্থানীয় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার। বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সমীরণ সাধু, এম.এম. আজিজুল হাকিম, বিভুতি ভুষন সানা ও রায়হান পারভেজ রনি। লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন তার দাদা মরহুম ছোরমান কাগুজী ও পিতা সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাগুজীর কল্যানে ৫টি অক্সিজেন ব্যাংক জ