হবিগঞ্জের লাখাই উপজেলায় খরিপ-২/২০২০-২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশিফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য’
এ সময় ৫ কেজি করে উফশী আমন বীজ এবং ১০ কেজি করে টিএসপি ও এমওপি সার মোট ২০০ কৃষকের মাঝে বিতরণ করা হয়।