মাদারীপুরের কালকিনি পৌরসভার উদ্যােগে করোনার মহাসংকটের সময় বুধবার (৩০ জুন) দুপুরে সর্বমোট প্রায় একহাজার ইজিবাইক ও ভ্যান চালকের মাঝে নগদ অর্থ ও চাল প্রদান করা হয়েছে। এসময় প্রায় পাঁচশত জনকে ১০ কেজি করে চাল ও প্রায় ৪৫০ জনকে নগদ ৫শ টাকা করে দেয়া হয়েছে । পৌরসভার কাউন্সিলদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নগদ অর্থ ও চাল প্রদান করেন কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ ।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার ১নং প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসিরউদ্দিন শিকদার, ২ নং প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১,২,৩ নং ওয়ার্ড) রাশিদা বেগম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ আহমেদ হাওলাদার, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, কাউন্সিলর মেজবাউল হক, কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ ও কাউন্সিলর আসাদুজ্জামান সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ ।
এসময় মেয়র এসএম হানিফ বলেন, করোনা মহামারীর এই দূর্যোগের সময় সাধারণ খেটে খাওয়া মানুষ অসহায় হয়ে পরেছে। তাই তাদের কষ্ট লাঘবে কালকিনি পৌরসভা এই সাহায্যের ব্যবস্থা করেছে। সমাজের বিত্তবানদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে তিনি আহ্বান জানান। এছাড়াও মেয়র স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অপ্রয়োজনে ঘর হতে বের না হয়ে সরকারি নিষেধাজ্ঞা পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।