ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
মুরাদনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
এম শামীম আহম্মেদ,  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউপি’র রহিমপুর গ্রামে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে কিশোরীর পিতা। কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ধর্ষক রুবেল হোসেন(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। সে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমাইড়া ইউনিয়নের অষ্টমাত্রাই গ্রামের আব্দুল জলিলের ছেলে রুবেল হুসেন।

ওই কিশোরীর পিতার দায়ের করা মামলার এজাহার থেকে জানা গেছে, ধর্ষণ মামলার বাদী (আনোয়ার হোসেন) ও আসামি রুবেল হোসেন পাশাপাশি বাড়িতে বসবাস করেন। উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রহিমপুর গ্রামের দরিদ্র অটোরিকশা চালকের মেয়েকে মঙ্গলবার রাতে রহিমপুর গ্রামের হাজী আব্দুর রশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল জলিলের ছেলে রুবেল হোসেন(৩০) বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে তারই ভাড়া করা ঘরের ভেতরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে। ঘটনার সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে কারাগারে পাঠানো হবে।

One response to “মুরাদনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১”

  1. sex video says:

    … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/30749 […]

Leave a Reply

Your email address will not be published.

x