রগুনার পাথরঘাটা থেকে নাসির বিশ্বাস(২৮) নামের এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে রাব-৮।
নাসির বিশ্বাস পাথরঘাটার উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামে মৃত সিদ্দিক বিশ্বাস ছেলে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার দৈনিক ডাককে জানান, রাব-৮এর হাতে দেশীয় অস্ত্রসহ নাসির বিশ্বাস কে আটক করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে । পাথরঘাটা থানায় নাসির বিশ্বাস সহ ৬জনের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গোপন সংবাদের ভিত্তিতে রাব-৮ তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। নাসিরের দেয়া তথ্যমতে তার সাথে আরো ৫ জন সহযোগী ছিল। নাসির সহ ৬ জনকে আসামী করে থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে বলে জানাগেছে।