ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
পাথরঘাটায় গাঁজা সহ আটক এক
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় গাঁজাসহ উত্তম চন্দ্র পাইক ( ৩৮ ) নামে এক চা বিক্রেতাকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে পাথরঘাটা লঞ্চ ব্রীজের উপরের চায়ের দোকান থেকে উত্তম চন্দ্র পাইককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

আটক উত্তম চন্দ্র পাইক উপজেলার কালমেঘা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রবিন চন্দ্র পাইক এর ছেলে। জানা যায় উত্তম চন্দ্র পাইক কিছুদিন হইছে ব্রীজের উপর দক্ষিণ পাশে চায়ের দোকান শুরু করছে। তাকে সেই চায়ের দোকান থেকে গাঁজা সহ আটক করেছে পাথরঘাটা থানার এস আই শওকত হােসেন।

পাথরঘাটা থানার এস আই শওকত হােসেন জানান, গােপন সংবাদের ভিত্তিতে জানতে পাড়ি পাথরঘাটা লঞ্চ ব্রীজের উপরে একটি চায়ের দোকানে গাঁজা বেচাকেনা হচ্ছে। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে উত্তম চন্দ্র পাইক নামের একজনকে গাঁজা সহ আটক করি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, মঙ্গলবার রাতে আটক করা উত্তম চন্দ্র পাইক এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।

x