বরগুনার আমতলীতে র্যাব-৮, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আনুমানিক ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার আমতলী থানাধীন চুনাখালী ইউনিয়ন ভূমি অফিস এর সামনে বরিশাল টু কুয়াকাটাগামী পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।
প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নেতৃত্বে বিকাল আনুমানিক ২.৩০ এর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও করে মোঃ সাখাওয়াত হোসেন (২৭), পিতা-এছতেহার উদ্দিন, এবং মোঃ রুবেল মিয়া (২৮), পিতা-মোঃ সুলতান চৌকিদার, উভয় সাং-পশ্চিম চুনাখালী, ০৫নং ওয়ার্ড, থানা-আমতলীকে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা, ০২ টি মোবাইল ফোন,০৩ টি সীম এবং ইয়াবা ক্রয়বিক্রয়ের ১৫৪০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য অনুমানিক ১২,০০০ (বার হাজার ) টাকা। এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রনজিৎ কুমার জানান, গ্রেফতারকৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।