ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
মাদারীপুরের কালকিনিতে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ
রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

কালকিনি  উপজেলার  ইউনিয়ন পর্যায়ে কর্মরত (গ্রাম পুলিশ) দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সাইকেল বিতরণ করা হয়।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড.রহিমা খাতুন এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান । এছাড়াও  কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ ইশতিয়াক আসফাক রাসেল সহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) এসময় উপস্থিত ছিলেন। এই সাইকেল প্রদানের ফলে ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করা হয়।

x