ঢাকা, বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
করোনাভাইরাস সংক্রমণ রোধে শরীয়তপুর জেলা পুলিশ কঠিন তৎপর
শরীয়তপুর প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোমবার (২৮জুন)থেকে সরকার যে আংশিক লকডাউন ঘোষনা করেছেন সেটা যেনো হযথাযথ ভাবে পালন করা হয় সেই জন্য শরীয়তপুর জেলা প্রশাসন পুলিশ কঠর ভাবে কাজ করে যাচ্ছেন মাঠে।

সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিহন বন্ধ থাকবে তাই শরীয়তপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় পুরো জেলাতেই কঠোর তৎপর ছিলেন পুলিশ প্রশাসন।

তারি ধারাবাহিকতায় পালং মডেল থানার ওসি, আক্তার হোসেন কঠিন ভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

পালং মডেল থানার ওসি, আক্তার হোসেন নিজেই থানা পুলিশসহ ও ডিবি পুলিশ নিয়ে নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছেন। নিয়মিত টহলের মধ্য দিয়ে রাস্তায় থেকে বিষয়গুলো নিশ্চিত করছেন।

জনসাধারণকে সচেতন হওয়ার জন্য বিভিন্ন প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সবাই ঘরে থাকু সুস্থ থাকুন।  নিজে এবং পরিবারকে সুস্থ রাখুন।

পালং মডেল থানার ওসি, আক্তার হোসেনের কাছে এই প্রচার প্রচারনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, সারাদেশে করোনার  এই কঠিন সময় মানুষ যেনো সচেতন থাকে এবং সুস্থ সবল ভাবে থাকে আমরা চেষ্টা করছি সবাইকে এটা বুঝাতে। সবাই সচেতনথাকুন, ভালো থাকুন।

One response to “করোনাভাইরাস সংক্রমণ রোধে শরীয়তপুর জেলা পুলিশ কঠিন তৎপর”

  1. next says:

    … [Trackback]

    […] Find More Info here on that Topic: doinikdak.com/news/30360 […]

Leave a Reply

Your email address will not be published.

x