ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
আমতলীতে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে পৌর যুবলীগের সংবর্ধনা
আমতলী(বরগুনা)প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান পৌর যুবলীগ ও সাংবাদিক ক্লাব আমতলীর সহসভাপতি  এ্যাড এইচ এম মনিরুল ইসলাম (মনি)কে জননেত্রী শেখ হাসিনা’র মনোনীত নৌকা মার্কার মহা বিজয় উপলক্ষে আমতলী পৌর যুবলীগের পক্ষথেকে গন সংবর্ধনা  দেওয়া হয়েছে।

আমতলী নুতন বাজার হোটেল তাজমহল কনফারেন্স রুমে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন , উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান , সহসভাপতি  সাইফুল ইসলঅম বাদল প্যাদা , সৈয়দ মো. নাজমুল , যুবলীগের ১ নং সদস্য মো. মো. কবির দেওয়ান ,  পৌর যুবলীগের সম্পাদক মো. তাজুল ইসলাম তিঠু যুগ্ম সাধারন সম্পাদক  মো. নিয়াজ মোর্মেদ ইমন, গুলিশাখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো.  কামাল মৃধা , সম্পাদক মো. খোকন বয়াতী, এনায়েত হোসেন, ওসমানগনি সবুজসহ পৌর আমতলী পৌর যুবলীগ  ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আমতলী, বরগুনা।

x